চৌগাছা প্রতিনিধি। চৌগাছায় তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই রেজাউল ইসলাম সাইমন (২৪) নিহত হয়েছেন। সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার বড় খানপুর গ্রামের ঢাকালেপাড়া মহল্লায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের বাবা আয়তাল হক ও মা সালেহা বেগমকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। তবে আঘাতকারী ছোট ভাই মনিরুল ইসলাম মনি পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানায়, সোমবার বড় খানপুর ঢাকালেপাড়ায় আয়তালের বাড়িতে তুচ্ছ ঘটনাটি ঘটে। এদিন সকাল ৭টায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে গোবরের তৈরি জ্বালানি খড়ি ঘরে তুলতে পরিবারের লোকজন ব্যস্ত হয়ে পড়েন। খড়ি তোলাকে কেন্দ্র করে রেজাউল ইসলাম সাইমনের সঙ্গে পরিবারের লোকজনের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায় মনিরুল কোদালের আছাড়ি দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করেন। এতে রেজাউল গুরুতর আহত হন।
রেজাউলকে স্থানীয় গ্রাম্য চিকিৎসককে দিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু পরবর্তী সময়ে তার অবস্থার অবনতি হলে বিকেলে পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে আহত রেজাউল মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় থানা পুলিশ নিহত রেজাউল ইসলাম সাইমনের পিতা আয়তাল হক (৫০) ও মা সালেহা বেগমকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। বড় ভাই নিহত হওয়ার পর আঘাতকারী ছোট ভাই মনিরুল পলাতক রয়েছেন।
থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, এ ঘটনায় নিহতের বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।