কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোটে ১ম মিজান-২য় তালিম-৩য় সালাম
স্থগিত হওয়া নওয়াপাড়া পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে পৌরসভার ৯ টি ওয়ার্ডে অর্ধশতাধিক কাউন্সিলর প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন।
নির্বাচন অফিসের দেয়া সর্বশেষ তথ্যমতে এদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নওয়াপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের উট পাখি প্রতিকের কাউন্সিলর প্রার্থী মিজান মোল্যা। তার প্রাপ্ত ভোট ২ হাজার ৩শ’২০।
দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নওয়াপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের ডালিম প্রতিকের কাউন্সিলর প্রার্থী তালিম হোসেন। তার প্রাপ্ত ভোট ২ হাজার ১ শ’ ১৪।
এবং তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের উটপাখি প্রতিকের কাউন্সিলর প্রার্থী আব্দুস সালাম শেখ। তার প্রাপ্ত ভোট ১ হাজার ৭ শ’ ৩৩।