যশোরের চৌগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামসুল হক (৫৫) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) চৌগাছা হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্য শামসুল হক ঝিনাইদহের মহেশপুর উপজেলার মকধ্বজপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শামসুল হক একজন সবজি ব্যবসায়ী। রবিবার (৯ জুন) নিজ বাড়ি থেকে বাঁধাকপি বিক্রয়ের করার উদ্দেশ্যে যশোর যান এবং পরবর্তীতে সবজি বিক্রয় করে যশোর পালবাড়ি মোড় থেকে যশোর টু মহেশপুরের লোকাল বাসে ওঠেন। বিকাল আনুমানিক ৪টার দিকে বাসটি চৌগাছা শহরের পুড়াপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে সকল যাত্রী সেখানে নেমে যায়। পরবর্তীতে গাড়ির হেলপার শামসুলকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে বাস কাউন্টারের লোকদেরকে জানান। বাস কাউন্টারের লোকজন ভিকটিমকে উদ্ধার করে অজ্ঞাত পরিচয় হিসেবে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। পরে তার কিছুটা জ্ঞান ফিরলে নাম পরিচয় শনাক্ত হয়। খবর পেয়ে তার আত্মীয়-স্বজন হাসপাতালে আসেন। চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তার মৃত্যু হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।