নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ১৬ জুলাই) সকালে উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের চত্বরে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সানা আব্দুর রাজ্জাকের সভাপতিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আইয়ুব হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদ,সাধারণ সম্পাদক ফারাজী মনির হাসান তাপস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ ড. মো সুমন হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষকলীগ নেতা হাদিউজ্জামান হাদী,জামাল ফারাজী, সাংবাদিক তারিম আহমেদ ইমন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন- ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ চৌধুরী।