নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। ভবদহের বানভাসী এলাকাবাসীর আয়োজনে অভয়নগরে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন পালিত হয়েছে। রোববার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া সরকারি হাইস্কুল গেট এলাকায় এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে অংশ নেয়া শতশত নারী পুরুষ বিভিন্ন ধরণের প্যানা ও ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে উপস্থিত হন। “আমরা ভবদহের ভয়াবহতা থেকে স্থায়ী মুক্তি চাই”, “ত্রাণ আমাদের সমাধান নয়”, “আশ্বাস নয়-বাস্তবায়ন চাই” “আমডাঙ্গা খাল সংস্কার চাই” – এ ধরণের শ্লোগান সম্বলিত ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে বানভাসী মানুষ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভবদহ পানি নিষ্কাশন কমিটির সমন্বয়ক রণজিৎ বাওয়ালী, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, জামায়াত নেতা শরীফ হোসেন, ইউনুস আকুঞ্জি, গাজী ইকবাল কবির, শীবুপদ বিশ্বাস, মিজানুর রহমান মিজান প্রমুখ।