ওয়াইড বল থেকে স্কোরবোর্ডে ১ রান জমা হতেই নাটকীয় ধসে ৮ উইকেট হারিয়ে অলআউট হয়ে গেছে প্রতিপক্ষ। বিষয়টি বিস্ময়কর মনে হলেও এটিই সত্য। আর এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’ প্রতিযোগিতা ওয়ানডে কাপে।
শুক্রবার (২৫ অক্টোবর) বিশ্বের সবচেয়ে দ্রুতগতির পিচ পার্থের ওয়াকা গ্রাউন্ডে তাসমানিয়া মুখোমুখি হয়েছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। সেখানে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ৫২ রান তুলে ফেলে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। দলীয় ১৬তম ওভারের চার নম্বর বলটি ওয়াইড দেন বিউ ওয়েবস্টার। স্কোরবোর্ডে জমা হয় এক রান।
কিন্তু এরপরই ব্যাটিংয়ে নাটকীয় ধস নামে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। পরের বলেই ক্যামেরুন ব্যানক্রাফটকে এলবির ফাঁদে ফেলেন ওয়েবস্টার। সেখান থেকে শুরু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। পরবর্তীতে মাতে ২৮ বল খেলে ৮ উইকেট হারিয়ে অলআউট হয় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। খবর ক্রিকইনফো
এর মধ্যে প্রথম চার ব্যাটার ছাড়া ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে আর কেউই রানের খাতা খুলতে পারেননি। ছয়জন ডাক মেরে আউট হলেও একজন অপরাজিত ছিলেন শূন্য রানে। তাসের ঘরের মতো ব্যাটিং লাইনআপ ভেঙে পড়া দলটি শেষ পর্যন্ত অলআউট হয় মাত্র ৫৩ রানে, যা ঘরোয়া লিস্ট ‘এ’ ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর এবং পশ্চিম অস্ট্রেলিয়ার সর্বনিম্ন।
মোবাইল ডিজিটের ঘরে আউট হওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন ক্যামেরন ব্যানক্রাফট, জশ ইংলিস, অ্যাশটন টার্নার, কুপার কনোলি, হিল্টন কার্টরাইট, অ্যাশটন অ্যাগার, জাই রিচার্ডসনের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকারা। চ্যানেল ২৪