ভারতের আপত্তি উড়িয়ে পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চাইছে আইসিসি! এমনই জল্পনা শুরু হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার একটি ভিডিও ঘিরে। বুধবার চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো উন্মোচন করে একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেখানেই স্পষ্ট জ্বলজ্বল করছে পাকিস্তানের নাম। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি পাকিস্তানের মাটিতেই খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? সেক্ষেত্রে ভারত কি দল পাঠাবে সেদেশে?
দীর্ঘ জল্পনার পরে পাক বোর্ডের তরফে জানানো হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায় না ভারত। তার পরেই শোনা যায়, ভারতের সিদ্ধান্ত নিয়ে আইনি পরামর্শ নিতে পারে পিসিবি। সরকারের কাছেও গোটা বিষয়টি জানিয়ে দেয় পাক বোর্ড। শাহবাজ শরিফ সরকারের সাফ কথা, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ পাকিস্তান থেকে সরানো হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক পিসিবি কর্তা বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের অধিকার রয়েছে আমাদের হাতে। তাই কোনওমতেই ম্যাচগুলো পাকিস্তানের বাইরে সরানো যাবে না। আগামী দিনেও আমরা এই কথাই বলব। সরকারের তরফে আমাদের এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।”
পাকিস্তানের এমন অনড় মনোভাবে মহাসমস্যায় পড়ে গিয়েছে আইসিসি। বহুবছর পর পাকিস্তান আবার আইসিসি ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে। কোনও অবস্থাতেই তারা সেটা হাতছাড়া করতে চায় না। পাকিস্তানের তরফ থেকে নাকি আইসিসিকে পাল্টা হুমকি দেওয়া হচ্ছে। কারও কারও মনে হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে ভারতকে যেমন দরকার। তেমনই আইসিসির পাকিস্তানকেও দরকার। সেটা নিয়ে সবচেয়ে বেশি চাপে পড়ে গিয়েছেন আইসিসি কর্তারা। শোনা গেল, পাকিস্তানের তরফ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো টিম তাদের দেশে এসে সিরিজ খেলে গিয়েছে। ফলে নিরাপত্তাজনিত কোনও সমস্যা হওয়ার কথা নয়।
এহেন পরিস্থিতিতে বুধবার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো প্রকাশ করেছে আইসিসি। আয়োজক দেশ পাকিস্তানের নাম রয়েছে সেখানে। লোগো প্রকাশের ভিডিওতে পাকিস্তানের ঐতিহ্যবাহী ট্রাক আর্ট এবং লাহোরের শাহি কিলাও দেখানো হয়েছে। পুরুষদের পাশাপাশি এই প্রথমবার মহিলারাও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি পাকিস্তানেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে? হাইব্রিড মডেল বা অন্য কোনও দেশে খেলার জল্পনার অবসান হল? যদি পাকিস্তানেই খেলা হয় তাহলে ভারতীয় দল কী পদক্ষেপ করবে, সেই নিয়ে ক্রিকেটমহলে চর্চা তুঙ্গে।