দেবহাটা প্রতিনিধি। দেবহাটায় বাজার সম্মুখে ইছামতি নদীর পাড় হইতে অভিযান চালিয়ে, ১০০ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আশরাফুল উপজেলার দেবহাটা গ্রামের সামাদ গাজীর ছেলে ও আল আমিন উপজেলার সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের বারী গাজীর ছেলে।
শনিবার ভোর রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি হযরত আলীর নেতৃত্বে এস আই রিয়াজুল ইসলামসহ সংগীয় পুলিশ সদস্যদের অভিযানে উপজেলার দেবহাটা বাজারের পাশে দরগাবাটি জামে মসজিদের সামনে ইছামতী নদীর ধার থেকে তাদের গ্রেফতার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
দেবহাটা থনার ওসি হযরত আলী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বিদেশী মদ ও ফেনসিডিলের রমরমা ব্যবসা করেছে এমন তথ্য আছে। এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও কৌশলে মাদকের চালান পাঠাত এই সব ব্যাবসীরা। মাদক ব্যাবসায়ীরা ভাতশালা, কোমরপুরসহ তৎসংলগ্ন সীমান্ত এলাকাদিয়ে রাতের আধারে ইছামতি নদী পার করে মদ ও ফেনসিডিলের চালান বাংলাদেশে নিয়ে আসে। পরে চড়া দাম নিয়ে এসব মাদকদ্রব্য যুবসমাজের হাতে পৌঁছে দিত তারা। এতে করে যুব সমাজ ধংস হয়ে যাচ্ছে । তাই মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। পরে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।