দেবহাটা প্রতিনিধি॥ দেবহাটার নোয়াপাড়া ইউনিয়নের ঢেপুখালী এলাকায় কবর থেকে লাশ উত্তোলনের ঘটনা ঘটেছে। তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে সাতক্ষীরা জজ আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।
জানা যায়, গত ৫ তারিখের সাধারণ গণপিটনীতে রুহুল আমিন নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেন। এর তিন মাস পরে পুনরায় পারিবারিক অভিযোগের ভিত্তিতে বুধবার (১১ ই ডিসেম্বর) দুপুর ১১ টার সময় রুহুল আমিনকে কবর হতে উত্তোলন হয় । লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন,দেবহাটা উপজেলা নির্বাহী প্রধান আসাদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ হযরত আল তদন্ত কর্মকর্তা নূর মোহাম্মদ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ার হোসেন, ইউপি সদস্য আজগার আলী সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তবৃন্দ ।