স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) । অভয়নগরের নওয়াপাড়া দলিল লেখক সমিতির কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে।সোমবার সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য ৯সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভাপতি পদে মুন্সী শাহাজান আলী এবং সাধারণ সম্পাদক পদে মো.হোসেন আলী গাজী নির্বাচিত হন।
অন্যান্য কর্মকর্তারা হলেন, সহসভাপতি পদে মোশারেফ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. নিজাম উদ্দিন শেখ,সাংগঠনিক সম্পাদক পদে মো. রাজিবুল ইসলাম, ক্রীড়া ওসাংস্কৃতিক সম্পাদক পদে মো. আজিজুর রহমান নয়ন,সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. মাহবুবুল আলম প্রিন্স,দপ্তর সম্পাদক পদে মো. সোহেল রানা, কোষাধ্যক্ষ পদে শেখ মনিরুজ্জামান নির্বাচিত হন।