স্টাফ রিপোর্টার (অভয়নগর) যশোর। যশোরের অভয়নগর থানার ৭নং শুভরাড়া ইউনিয়নের বাসুয়াড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন মীরেরডাঙ্গা ফুটবল একাদশ বনাম সাতক্ষীরা ফুটবল একাদশ। উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির সংগ্রামি সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু,বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির সাবেক সহ সভাপতি শাহজাহান মুন্সী,অভয়নগর থানা বিএনপির নেতা শেখ আসাদুল্লাহ আসাদ, শুভরাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন ফারাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নাসিম, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুসা হোসেন, সাধারণ সম্পাদক সোলাইমান হোসেন, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্লা হাবিবুর রহমান (হাবিব), সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাদ, যশোর জেলা ছাত্রদলের সদস্য জাকির হোসেন রাজ, নওয়াপাড়া পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাসিবুল হাসান শান্ত,নওয়াপাড়া কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি আবুল কাশেম, বিএনপি নেতা নাসিম আল রিয়াজ, রফসান হোসেন, শহিদ হোসেন, মানিক হাওলাদার, মোঃ গালিব মোল্লা, শুভরাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মারুফ হোসেন।
টুর্ণামেন্ট পরিচালনা করেন রেফারি ইব্রাহিম হোসেন। খেলায় হাজার হাজার দর্শোক খেলা উপভোগ করেন। খেলার উভয়দল এক এক গোলে ড্র করলে ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। ট্রাইবেকারে মীরেরডাঙ্গা ফুটবল একাদশ সাতক্ষীরা একাদশকে হারিয়ে ০ –১ গোলে বিজয়ী হয়। পরে টুর্ণামেন্টের বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অথিতি বৃন্দ।