নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগরে অসহায় শীতার্র্ত ও মাদরাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা
হয়েছে। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে সোমবার সন্ধ্যায় পৌরসভা চত্বরে ১০জন অসহায় শীতার্তকে নগদ টাকা, খাদ্যসামগ্রী ও কম্বল দেওয়া হয়। এছাড়া পৌর এলাকার বিভিন্ন মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, নওয়াপাড়া প্রেক্লাবের
সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বর্তমান সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান দপ্তরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, সমাজসেবক হাফেজ নাঈমুল হাসান জনি, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মো. ইমদাদুল শেখ প্রমুখ।
পৌর কর্তৃপক্ষ জানায়, যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের পক্ষ থেকে ১০ জন অসহায় শীতার্তকে নগদ দুই হাজার করে টাকা, খাদ্যসামগ্রী ও একটি করে কম্বল দেওয়া হয়েছে। এছাড়া পৌর এলাকার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় গিয়ে ছাত্রদের মাঝে ৮০ পিস কম্বল বিতরণ করা হয়।