1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে শ্যামনগরের মীরগাং জেলা চ্যাম্পিয়ন - টেলিগ্রাফ বাংলাদেশ
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে শ্যামনগরের মীরগাং জেলা চ্যাম্পিয়ন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩ জন খবরটি পড়েছেন
ছবি৷। বিজয়ী শিশুরা ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে।

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  শ্যামনগর উপজেলার ১৬৫নং সরকারি পূর্ব মীরগাং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালিকা) টুর্নামেন্টে’ সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ১৬ই জানুয়ারি সাতক্ষীরা জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা সাতক্ষীরার তালা উপজেলাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে। এমন অর্জনের মধ্য দিয়ে সুন্দরবন পাড়ের বিদ্যালয়টি জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে। 

আয়োজক কমিটি সুত্রে জানা যায় বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত ফাইনালে একতরফা ফাইনালে শ্যামনগরের মীরগাং বিদ্যালয় সহজ জয় তুলে নেয়। ফাইনালে ফারজানা তিনটি, মিম দু’টিসহ ইরানী ও উর্মি একটি গোল করে। 

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় মীরগাং বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী মিম পারভিন ও ফারজানা। টুর্নামেন্টের তিনটি খেলায় অংশ নিয়ে সর্বোচ্চ আটটি গোল করেন ফারজানা। জানা যায় সাতক্ষীরা জেলার অভ্যন্তরে বিভিন্ন অঞ্চল ভিক্তিক মোট ১০৯৪টি দল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করে। 

জেলা চ্যাম্পিয়ন মীরগাং বিদ্যালয়ের কোচ সহকারী শিক্ষক বিপ্রদাশ মন্ডল জানান তার দল ২০২৪ সালে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়। এবারও শিশুরা ভাল খেলছে জানিয়ে তিনি বলেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে তার ক্ষুদে খেলোয়াড়রা।

এদিকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে আপ্যায়ন করেছেন। জেলা চ্যাম্পিয়ন ট্রফি শ্যামনগরে নিয়ে আসায় তিনি খেলোয়াড়, প্রশিক্ষক ও দলীয় ম্যানেজমেন্টসহ শিক্ষক মন্ডলীর প্রচেষ্টার প্রশংসা করেন। ট্রফি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক, শিক্ষক সমিতির সভাপতি দিনেশ চন্দ্র মন্ডল, ক্লাস্টার অফিসার শাহিন হোসেনসহ সরকারি কর্মকর্তা ও বিদ্যালয় শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews