সিলেট, বাংলাদেশ – সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্ত্রীর জানাজার আধা ঘণ্টা আগেই মারা গেলেন স্বামী। আজ রোববার সকালে উপজেলার ইলামেরগাঁও আটঘর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে গতকাল শনিবার বিকেলে মারা যান মোছা. হাওয়ারুন নেছা (৭৯)। আজ রোববার বেলা ১১টায় তাঁর জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই আজ সকালে তাঁর স্বামী জমসেদ আলী (৯৮) হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। দ্রুত তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে জমসেদ আলী স্ত্রীর জানাজায় অংশ নিতে বাড়ি ফেরেন। কিন্তু জানাজা শুরুর আধা ঘণ্টা আগে তিনি মারা যান।
পরে হাওয়ারুন নেছার জানাজা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জমসেদের মরদেহ দাফন করা হয়। একই কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়েছে।
এই দম্পতির ছয় ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের বড় ছেলে আবদুল আজিজ বলেন, ‘এক দিনের ব্যবধানে আব্বা-আম্মার মৃত্যু আমাদের জন্য অনেক বেদনার।