এরই মধ্যে শ্রীলংকার অলরাউন্ডার দাসুন শানাকা যেন বাস্তবের ‘সুপারম্যান’। একই দিনে ভিন্ন দুই দেশে ভিন্ন সংস্করণের দুটি টুর্নামেন্টে খেলে হইচই ফেলে দিয়েছেন তিনি। শুধু খেলা নয়, দুই ম্যাচেই ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে দলের লক্ষ্য অর্জনে রেখেছেন বড় ভূমিকা।
রোববার সকালে কলম্বোয় প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির পর সন্ধ্যায় দুবাইয়ে উড়ে গিয়ে আইএল টি-টোয়েন্টি লিগে আলো ছড়ান শানাকা।
কলম্বোর পিসারা ওভালে শ্রীলংকার প্রথম শ্রেণির টুর্নামেন্টের ম্যাচের শেষদিনে সিংহলিজ স্পোর্টস ক্লাবের হয়ে সেঞ্চুরি করে দলকে ফলো-অন থেকে বাঁচান তিনি। সাতে নেমে খেলেন ৮৭ বলে ১২৩ রানের ঝড়ো ইনিংস। মুরস স্পোর্টস ক্লাবের সঙ্গে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র করে অবনমন এড়ায় সিংহলিজ স্পোর্টস ক্লাব।
এরপরই তিনি দুবাইয়ের বিমান ধরেন। সাড়ে চার ঘণ্টার আকাশ ভ্রমণে দুবাইয়ে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি স্টেডিয়ামে গিয়ে দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নেমে পড়েন। সেখানেও খেলেন ১২ বলে ৩৪ রানের টর্নেডো ইনিংস। শানাকার ঝড়ে শাহরুখ খানের দল আবুধাবি নাইটরাইডার্সকে ২১৮ রানের লক্ষ্য দেয় দুবাই। ম্যাচটি শেষ পর্যন্ত ২৬ রানে জিতে আবুধাবিকে বিদায় করে প্লে-অফে জায়গা করে নেয় দুবাই।