ডেস্ক নিউজ।
সরকারবিরোধী নৈরাজ্য ও সন্ত্রাস মোকাবিলায় ৮ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট’ এ কোনো দুষ্কৃতকারী যেন রেহাই না পায় বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক কর্মশালায় তিনি বলেন, সরকারের অন্যতম লক্ষ্য হলো সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে কিংবা রাজপথে দেখতে চাই না।”
এই অভিযান সমন্বয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘জয়েন্ট অপারেশন সেন্টার’ স্থাপন করা হয়েছে, যা সারাদেশের অভিযানের ওপর নিয়ন্ত্রণ রাখবে। মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার এবং জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটরা এর কার্যক্রম পরিচালনা করবেন।
সরকারের আইন, বিচার ও শিল্প উপদেষ্টারাও কর্মশালায় বক্তব্য রাখেন। তারা বলেন, আইনের সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করতে বিচার বিভাগ, প্রসিকিউশন ও প্রশাসনের সমন্বয় জরুরি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আইনজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেন যাতে কোনো সন্ত্রাসী জামিনে মুক্ত হয়ে নতুন করে অপরাধে জড়াতে না পারে। তিনি বলেন, মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনার জন্য আইজিপির নেতৃত্বে পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে প্রতি ১৫ দিনে একবার বৈঠক করার পরিকল্পনা রয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।