সাতক্ষীরা প্রতিনিধি। অবশেষে মায়ের কাছে ফিরলেন মেয়ে। সাতক্ষীরার ভোমরা সীমান্তে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী থাকলো দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।
বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার দেবহাটা গ্রামের নিজ বাড়িতে মারা যান আসিয়া বেগম (৮০)। মায়ের শেষ ইচ্ছা ছিল ভারতে থাকা মেয়ে শরিফা বেগমকে শেষবারের মতো দেখার। কিন্তু মায়ের মৃত্যুর খবর পৌঁছানোর আগেই সব শেষ।
এদিকে, ভারতে বসবাস করা মেয়ে শরিফা বেগম মায়ের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন। পরে পরিবারের পক্ষ থেকে বিজিবি ও বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ভোমরা ইমিগ্রেশনের সামনে জিরো পয়েন্টে মায়ের মরদেহ নিয়ে আসা হয়। অন্যদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা মেয়ে শরিফাকে নিয়ে আসেন। সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মেয়েকে শেষবারের মতো দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন বলেন, “বিজিবি ভোমরা ক্যাম্প কমান্ডের কাছে একটি মানবিক আবেদন আসে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের বিষয়টি জানানো হয়। তাঁরাও এতে সম্মতি জানান।”
এই ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মানবিক দৃষ্টান্তের প্রশংসা করেছেন অনেকে।