তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে। ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের উদ্যোগে অভয়নগরের নওয়াপাড়ায় মানববন্ধন পালিত হয়েছে।
শনিবার সকালে নওয়াপাড়া শহরে অধ্যক্ষ মো. মোতালেব সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এনজিও বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মো. মাহফুজুর রহমান মুকুল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সাবেক অধ্যক্ষ আব্দুল লতিফ, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তারা ভবদহের পানি নিষ্কাশনে আমডাঙ্গা খাল প্রশস্তকরণ এবং সংস্কারের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।