অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের বড়চরা বাইপাস সড়কে মিছিলটি বের হয়।
সাতক্ষীরা সদরের বকচরা মোড়ের বাইপাস সড়কে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান।সাতক্ষীরা জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমানের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তানভীর হুসাইন সুজন, পৌর যুবলীগের ইউসুফ সুলতান মিলন, আশাশুনি উপজেলা শ্রমিক লীগ নেতা ঢালী সামসুল আলম প্রমুখ।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল ইসলাম বলেন, এসব ঘটনার বিষয়ে পুলিশের তৎপরতা রয়েছে। কোন জায়গায় মিছিল হয়েছে এটা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা দেখেছি সাতক্ষীরা জেলা যুবলীগের ব্যানারে একটা মিছিল হয়েছে।কালবেলা