ইসলামী ডেস্ক।
বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়েছে। ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে রোজার সময়ে ভিন্নতা দেখা যায়। এবার বিশ্বের সর্ব দক্ষিণের দেশ চিলি ও নিউজিল্যান্ডে রোজার সময় প্রায় ১৩ ঘণ্টা। অন্যদিকে, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডের মতো সর্ব উত্তরের দেশগুলোতে এই সময় ১৬ ঘণ্টা বা তারও বেশি।
ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, রমজান মাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর প্রথম কোরআনের আয়াত নাজিল হয়েছিল। এই মাসে আত্মশুদ্ধি অর্জনের জন্য সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন মুসলিমরা।
ইসলামিক চন্দ্র হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, প্রতি বছর রমজান মাস ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। ২০৩০ সালে এক বছরে দুটি রমজান মাস হবে।
বিশ্বের বিভিন্ন দেশের প্রধান শহরগুলোতে রোজার সময়ের একটি তালিকা সংবাদে প্রকাশ করা হয়েছে। এছাড়া, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ‘রমজান মোবারক’ এবং ‘রমজান কারিম’ বলে রমজানের শুভেচ্ছা বিনিময় করা হয়।