ক্রীড়া ডেস্ক।
দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চার উইকেটের দাপুটে জয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারত। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ভারত।
অস্ট্রেলিয়ার হয়ে স্টিভেন স্মিথ ৭৩ ও অ্যালেক্স ক্যারি ৬১ রান করেন। ভারতের পক্ষে মোহাম্মদ শামি ৩টি এবং রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট নেন।
২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো না হলেও, বিরাট কোহলি ৮৪, শ্রেয়াস আইয়ার ৪৫, লোকেশ রাহুল ৪২* এবং হার্দিক পান্ডিয়ার ২৮ রানের ইনিংসে ভর করে জয় তুলে নেয় ভারত। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন।
এই জয়ের ফলে ভারত এখন চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা থেকে আর এক ধাপ দূরে। দ্বিতীয় সেমিফাইনালের পর জানা যাবে ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে।