1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
শরণখোলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতঘর - টেলিগ্রাফ বাংলাদেশ
সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

শরণখোলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বসতঘর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি।

বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতবুনিয়া বাজার সংলগ্ন সাইদুল কাজীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সেহরির পর হঠাৎ ঘরের ভেতরে আগুন লাগে।

স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরও ভয়াবহ হয়ে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা রান্নাঘর রক্ষা করতে পারলেও বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাড়ির লোকজন প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। পরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে সৌভাগ্যক্রমে এতে কোনো প্রাণহানি ঘটেনি।

স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং সরকারি সহায়তা কামনা করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews