চট্টগ্রামে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশায় থাকা দুই ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওয়াকার উদ্দীন আদিম, উম্মে হাবিবা রিজভী ও রুহুল আমিন। এদের মধ্যে ওয়াকার ও হাবিবা সম্পর্কে ভাইবোন।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে পূরবী পরিবহনের একটি বাস চট্টগ্রামে যাচ্ছিল। পথিমধ্যে দোহাজারী রেলস্টেশন রোড এলাকায় একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষার্থী ওয়াকার ও রিকশাচালক রুহুল আমিন। পরে গুরুতর আহত হাবিবাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর চট্টগ্রাম ও কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা।