মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বাগেরহাটের শরণখোলায় উপজেলা বিএনপি ও তরঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলা বিএনপির পাঁচ রাস্তার সংলগ্ন প্রধান কার্যালয়ে ঈদের এ বস্র বিতরণ করা হয়। এছাড়া দক্ষিণাঞ্চলের পীরে কামেল খ্যাত ছোট হুজুর এর পরিচালিত উপজেলার কদম তলায় এতিমখানায় শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
শরণখোলা উপজেলা মহিলা দলের সভানেত্রী সাগর আক্তারের সভাপতিত্বে উপজেলা বিএনপির কার্যালয় ঈদ বস্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট -৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায় ফজলুল হক তালুকদার, সাবেক সহ-সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম বাবুল,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহবায়ক নাজমুল আহসান শিমুল গাজী, আহবায়ক কমিটির সদস্য তালুকদার মধু, মঞ্জুরুল করিম এনায়েত, মহিলা দলের নেত্রী পাভীন আক্তার, আসমা আক্তার প্রমুখ। পরে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ইংল্যান্ডে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।