তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্বাবিদ্যালয়ের যশোর আঞ্চলিক কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বাংলা নববর্ষ-১৪৩২।
এদিন বাউবির ক্যাম্পাসটি বিভিন্ন ধরণের বেলুন, ফুল ও সুদৃশ্য পতাকা দিয়ে সজ্জিত করে স্টল বসানো হয়। সকাল ১১টায় বৈশাখী মেলার উদ্বোধন করেন, আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (ভারপ্রাপ্ত) সেখ সোহেল আহমেদ।
এসময় ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, বাউবির আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীগণ, শিক্ষার্থী ও সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন। বিকালে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়।