শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক।
সাতক্ষীরার শ্যামনগর উপকূলে নদী রক্ষা বেড়িবাঁধে ব্যাপক ফাটল দেখা দিয়েছে । উপজেলার হরিনগর ইউনিয়নের সিংহরতলি গ্রামের চুনকুড়ি নদীর বেড়িবাঁধে হঠাৎ করে এই ফাটল দেখা দেয়। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে হঠাৎ করে ব্যাপক ফাটল দেখা দেয়ায় এলাকায় বসবাসকারী জনসাধারণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ একের আওতাধীন হরিনগর ইউনিয়নের সিংহরতলী এলাকায় চুলকুনি নদীর ভেড়িবাঁধে প্রায় ৩০/৩৫ মিটার এলাকা জুড়ে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে । হঠাৎ করে উপকূল রক্ষা বেড়িবাঁধে ফাটল দেখা দেওয়ায় নদী পাড়ে বসবাসকারী মানুষ চিন্তিত হয়ে পড়েছে। জরুরী ভিত্তিতে বাঁধ মেরামত করা না হলে চুনকুড়ি নদীর প্রবল স্রোতে ভেঙ্গে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়তে পারে।
এদিকে উপকূল রক্ষা বেড়িবাঁধ ফাটলের খবর শুনে শনিবার সকালে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এসও) প্রিন্সি রেজা সিংহরতলী এলাকায় ভাঙ্গনকবলিত ভেড়িবাঁধ পরিদর্শন করেন । এসময় মুন্সিগঞ্জ ইউনিয়নের জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বেড়িবাঁধের ফাটল এলাকা পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার রনী খাতুন বলেন, ভয় পাওয়ার কোন কারণ নেই। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা এসওকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। তারা ভোর থেকে কাজ শুরু করে দিয়েছে। দ্রুত সমাধান হয়ে যাবে। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে বাঁধ সংস্কার কাজে সহযোগিতা করার আহ্বান জানান।
পানি উন্নয়ন বোর্ডের এসও প্রিন্স রেজা বলেন, চুনকুড়ি নদীর বেরিবাঁধ ভাঙ্গনের খবর গ্রামবাসীর কাছ থেকে জানতে পেরে ভোর সেখানে গিয়ে দেখি প্রায় ৩০/৩৫ মিটার এলাকা জুড়ে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রক্ষার্থে কাজ শুরু করা হয়েছে। খুব দ্রুতই সমাধান হয়ে যাবে।