1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১৭ বছর পর দেশে ফিরছেন জুবাইদা রহমান, সঙ্গে খালেদা জিয়া - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

১৭ বছর পর দেশে ফিরছেন জুবাইদা রহমান, সঙ্গে খালেদা জিয়া

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৯০ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ৫ মে ঢাকায় পৌঁছাবেন তিনি। ৪ মে রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তাঁরা।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে বাংলাদেশ ছাড়েন জুবাইদা রহমান। এরপর থেকে লন্ডনে বসবাস করছিলেন তিনি। এবার প্রথমবারের মতো দেশে ফিরছেন, স্বামী তারেক রহমানকে পেছনে রেখে।

খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি লন্ডন যান। প্রথমে দ্য লন্ডন ক্লিনিকে ১৭ দিন ভর্তি থেকে চিকিৎসা নেন, এরপর বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে আরও চিকিৎসা গ্রহণ করেন। চার মাসের চিকিৎসা শেষে ৫ মে ঢাকায় ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী।

২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, জুবাইদা রহমান এবং তাঁর মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত। তবে ২০২৩ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে তার এই সাজা স্থগিত হয়।

পেশাগতভাবে চিকিৎসক জুবাইদা রহমান ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়ে সরকারি চাকরিতে যোগ দেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করার পর লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে শিক্ষা ছুটিতে লন্ডনে গিয়ে দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরও ফিরে না আসায় তাঁকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জুবাইদা রহমানের জন্ম সিলেটে। তাঁর বাবা মাহবুব আলী ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও একাধিকবার মন্ত্রিত্ব পালনকারী রাজনীতিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী তাঁর চাচা। ১৯৯৪ সালে তারেক রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জুবাইদা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews