1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রচন্ড গরমে শ্রমিক সংকটে নওয়াপাড়ায় কার্গো-জাহাজের লোড-আনলোড বন্ধের উপক্রম - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

প্রচন্ড গরমে শ্রমিক সংকটে নওয়াপাড়ায় কার্গো-জাহাজের লোড-আনলোড বন্ধের উপক্রম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১২২ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে।
প্রচন্ড গরমে শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় নোঙর করা প্রায় দেড় শতাধিক কার্গো-জাহাজ থেকে লোড-আনলোডের কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। প্রচন্ড গরমে কাজ করতে পারছেন না ঘাট শ্রমিকরা। ফলে বিদেশ থেকে আমদানী করা পণ্য খালাসে বিলম্ভ ঘটছে।

বিলম্বে মালামাল খালাসে ব্যবসায়ীদের গুনতে হবে অতিরিক্ত টাকা। প্রচন্ড গরমের কারণে ঘাট শ্রমিকরা নোঙর করা জাহাজের মালামাল নামাতে গিয়ে একঘন্টা-আধাঘন্টা পরপর বিশ্রামে যাচ্ছেন তারা। ফলে জাহাজ থেকে মালামাল লোড-আনলোডের কাজ প্রায় বন্ধ হওয়ায় উপক্রম হয়ে পড়েছে।

রোববার দুপুরে নওয়াপাড়ার ঘাটগুলোতে গিয়ে দেখা যায়, প্রচন্ড গরমে নওয়াপাড়ায় ঘাট শ্রমিকদের উপস্থিতি ছিল খুবই কম। ঘাটে কাজ করা শ্রমিকরা কিছুক্ষণ কাজ করার পর প্রচন্ড গরম সইতে না পেরে দৌঁড়ে গিয়ে গাছের তলায়, ঘরের নীচে,শীতাতপ নিয়ন্ত্রীত ব্যবসায়িক ঘরগুলোর ঠান্ডা জায়গায় দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন।

শ্রমিক মোশারেফ হোসেন জানান, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নওয়াপাড়ায় প্রতিদিন প্রায় ১০হাজার শ্রমিক কাজ করে থাকেন। কিন্তু বর্তমানে গরমের কারণে শ্রমিক সংকট প্রকট আকারে দেখা দিয়েছে। অনেক শ্রমিক বাড়িথেকে বের হচ্ছেন না।

নওয়াপাড়া জাহাজ শ্রমিক ফেডারেশনের নেতা নিয়ামুল হক রিকো জানান, প্রচন্ড গরমে শ্রমিক সংকট দেখা দিয়েছে। কার্গো-জাহাজের মালামাল লোড-আনলোডের কাজ বন্ধ হওয়ার উপক্রম। নওয়াপাড়া নদীবন্দরে শ্রমিকদের নেই কোনো বিশ্রামাগার।

নওয়াপাড়া নদীবন্দরের পোর্ট অফিসার মাসুদ পারভেজ জানান, প্রচন্ড গরমে শ্রমিকদের উপস্থিতি কম। আশা করছি, তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হলে শ্রমিকদের উপস্থিতি ব্যাপক হারে বেড়ে যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews