1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুগন্ধি ধান চাষে সফল অভয়নগরের তিন কৃষক - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

সুগন্ধি ধান চাষে সফল অভয়নগরের তিন কৃষক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৫৬ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে।
অভয়নগরে সুগন্ধি ধানচাষ করে সফলতা অর্জন করেছেন তিনজন কৃষক। এই প্রথম এই ধানের চাষ হয়েছেন বলে জানিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অভয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পার্টনার প্রকল্পের আওতায় ২০২৪-২৫অর্থবছরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামে ব্রি উদ্ভাবিত ব্রি-ধান১০৪ আবাদ করা হয়েছে। ওই গ্রামের কৃষক মো. শামীম মোল্যা, মো.ইসহাক মোল্যা ও মো. মাহবুব মোল্যার মোট ২একর জমিতে এই ধানের আবাদ করেছেন। বোরো মৌসুমে চাষকৃত এই ধানের বিশেষ বৈশিষ্ট্য হলো- ধানটি দেখতে লম্বা, চিকন, সুগন্ধীযুক্ত যার ভাত খুব ঝরঝরে। মাঝারি উচ্চতার ধানগাছটির মোট জীবনকাল প্রায় ১৪৫-১৫০দিন। গড় ফলন হেক্টর প্রতি ৭.২ টন।

কৃষক পর্যায়ে এই ধানের আবাদ ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতে খাদ্য নিরাপত্তায় এবং প্রিমিয়াম কোয়ালিটির চাল হিসেবে এই জাত ব্যাপক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। পার্টনার প্রকল্প ব্রি ধান ১০০ এবং ১০০+ জাতের ধান সম্প্রসারণে কৃষক পর্যায়ে প্রদর্শনী স্থাপন করে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ ব্যাপারে কৃষক শামীম মোল্লা বলেন এই ধানের ফলন বেশি এবং দামও ভাল পাওয়া যায়।

অভয়নগর উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন জানান, এই প্রথম অভয়নগরে এই উচ্চ ফলনশীল সুগন্ধি ধানের চাষ হয়েছে। আগামীতে আরো অনেক কৃষক এই ধান চাষে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews