নিজস্ব প্রতিনিধি।
হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রাণপ্রিয় দৌহিত্র জান্নাতের সম্রাট হযরত ইমাম হুসাইন (রাঃ) এবং কারবালার ৭২ শহিদ স্মরণে ১লা মহররম হইতে ১২ই মহররম পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগরে শোক মজলিশের আয়োজন করা হয়েছে।
রবিবার (০৬ জুলাই) উপজেলার হরিপুর নূরনগরের পাক পাঞ্জাত্বন জনকল্যাণ পরিষদ ও শীয়া মসজিদ আয়োজনে তাজিয়া মিছিল বের হয়। খালি পায়ে ও মাথায় কালো পতাকা বেঁধে ‘হায় হোসেন’, ‘হায় হোসেন’ মাতম তুলে মিছিলটি শুরু করে পার্শ্ববর্তী কারবালা মাঠ নামক স্থানে গিয়ে শেষ হয়।
তাজিয়া মিছিলে অংশ নিতে দুপুরের পর থেকে নূরনগরের হরিপুর শিয়া মসজিদ এলাকায় ভিড় হতে থাকে। তাজিয়া মিছিলে বেশিরভাগ পুণ্যার্থীরা কালো পাঞ্জাবি, গেঞ্জি ও টুপি পরে আসেন। পাশাপাশি তাদের হাতে ছিল কালো, সাদা, সবুজ, লাল রঙের নিশান। মিছিলে অংশ নেওয়া পুণ্যার্থীদের খাওয়ানো হয়েছে জুস। এছাড়াও মিছিল শেষে মসজিদ থেকে দেয়া হয়েছে তাবারক।
তাজিয়া মিছিল নির্বিঘ্নে সম্পন্ন করতে মিছিলের সামনে-পেছনে শ্যামনগর থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরা উপস্থিত ছিলেন।