বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বলিউড তারকা শাহরুখ খান নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে পেশিতে আঘাত পান তিনি। পরিস্থিতি গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য দ্রুত তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।
শনিবার (তারিখ অনির্দিষ্ট), মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার কন্যা সুহানা খান। ছবিটির একটি অংশের শুটিং এর আগেও লন্ডনে সম্পন্ন হয়েছে।
আঘাতের স্থান বা অবস্থা বিস্তারিতভাবে প্রকাশ না করলেও, ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, পেশিতে চোট পেয়েছেন তিনি। কয়েক বছর ধরেই শাহরুখ খান পেশির ব্যথায় ভুগছেন। ধারণা করা হচ্ছে, সেই পুরনো সমস্যার কারণেই নতুন করে বড় ধরনের আঘাত পেয়েছেন তিনি।
অভিনেতার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে। তার পুনরায় কাজে ফেরার জন্য কমপক্ষে এক মাস সময় লাগবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
সিনেমাটির পরবর্তী ধাপের শুটিং শুরু হতে পারে সেপ্টেম্বর বা নভেম্বর থেকে, যদি তার শারীরিক অবস্থা অনুমতি দেয়।