সফল ক্যারিয়ার গঠনে সাধারণ জ্ঞান একটি শক্তিশালী ভিত্তি। শিক্ষা, আবিষ্কার, তথ্য ও প্রযুক্তির পরিবর্তনের সাথে সামঞ্জস্যতা রেখে শিক্ষার্থীদের কে সফলতার যাত্রায় এগিয়ে রাখতে “বুনিয়াদ” আয়োজন করতে যাচ্ছে “জেনারেল নলেজ অলিম্পিয়াড ২০২৫”
বুনিয়াদের প্রতিষ্ঠাতা একদল স্বপ্নবাজ তরুণ যাদের নিরলস পরিশ্রম ও প্রচেষ্টা জাতিকে জানতে সাহায্য করছে আজ ও আগামীর বাংলাদেশ সম্পর্কে।অনুধাবন করতে সাহায্য করছে বাংলাদেশের শেঁকড়কে।
অলিম্পিয়াডে রেজিষ্ট্রেশন করার নিয়মাবলি: https:/gko.buniad.com/registration লিংকে ক্লিক করে নির্ধারিত ওয়েবসাইট থেকে রেফার কোড B148 দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।রেজিষ্ট্রেশন ফি ১৫০ টাকা।সফলভাবে রেজিষ্ট্রেশন করলে রেজিষ্ট্রেশনকৃত ব্যক্তি পেয়ে যাবে অলিম্পিয়াড সহায়ক বই,ভার্চুয়াল এডমিট কার্ড, এক্সক্লুসিভ মডেল টেষ্ট, ওয়ার্কশপ ও সেমিনার, পার্টিসিপ্যান্ট সার্টিফিকেট, উচ্চশিক্ষায় স্কলারশিপ, ক্যারিয়ার গাইডলাইন সেশন, ডায়নামিক সাপোর্ট কমিউনিটি, আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণের সুযোগ
ক্যাটাগরি: নির্দিষ্ট সিলেবাসের আলোকে যেকোনো শ্রেণির মানুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সকলের জন্য উন্মুক্ত প্রতিযোগিতাটি।
পরীক্ষার ধাপ ও সময়সূচী: ২ টি ধাপে প্রতিযোগীকে মূল্যায়ণ করা হবে। অনলাইনে বহুনির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ সেরা ৩০ জনকে নিয়ে অনুষ্ঠিত হবে সরাসরি লিখিত পরীক্ষা।
১ম ধাপে: ১০০ বহুনির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে অনলাইনে। প্রতি প্রশ্নের মান ১ এবং কোনো নেগেটিভ মার্ক নেই।
২য় ধাপে: ১ম ধাপ থেকে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে ৫০ নাম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সরাসরি ঢাকাতে।
পুরষ্কার: বিজয়ীদের জন্য ল্যাপটপ,ট্যাব,মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট, ব্যাজ,টি-শার্ট, স্কলারশিপ, বইসহ সর্বমোট দুই লক্ষ টাকা সমমূল্যের পুরষ্কার। চ্যাম্পিয়ন পাবে ল্যাপটব,রানার্সআপ পাবে ট্যাব এবং সেরা ত্রিশ এর জন্য থাকছে অলিম্পিয়াড এওয়ার্ড সহ আর্কষণীয় উপহার।