ডেস্ক রিপোর্টঃ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, চাঁদা না দেওয়ার জন্য পাথর মেরে হত্যা করা হবে,এজন্য বাংলাদেশের মানুষ আন্দোলন করে নাই। মেয়ে বিয়ে না দিলে বাবাকে পিটিয়ে হত্যা করা হবে, এজন্য মানুষ জীবন দেয় নাই। আজকে দেখতেছি যারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছে,সব জায়গায় চাঁদাবাজি। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো আদালত ন্যায় বিচার করতে পারছে না।
আপনি গিয়ে দেখেন নরসিংদী আদালতের অবস্থাটা কি, সেখানে একদল মানুষ গিয়ে চাপ প্রয়োগ করে। ওমুকের ব্যাপারে কোনো উকিল দাড়াতে পারবে না, এমনি বিচারককে চাপ প্রয়োগ করে ওমুকের পক্ষে রায় দিতে হবে। যদি এখনো বিচারালয় স্বাধীন না থাকে,তাহলে এ আন্দোলন সাকসেস হয় নাই,যুদ্ধ শেষ হয় নাই, আবারও যুদ্ধ করতে হবে, আবারো সংগ্রাম করতে হবে,আবারও মাঠে নামতে হবে।
জুলুম,অত্যাচার, গুম,খুন বন্ধ করতে হবে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ- বিএনপি এমন একটি দল ওখানে যদি ফেরেস্তাও ঢুকে বের হবে আজাদী হয়ে। ভালো মানুষ ঢুকবে,খুনী হয়ে বের হবে। এটা এমন একটা ফ্যাক্টরি যেখানে ভালো মানুষ ঢুকবে,খারাপ হয়ে বের হবে। ইসলামী আন্দোলন এমন একটা ফ্যাক্টরি এখানে খারাপ মানুষ ঢুকবে,ভালো হয়ে বের হবে। জিয়াউরের রহমান সাহেবের ভালোর কারণে ২০০১ এ ক্ষমতায় আসতে পেরেছিলেন কিন্তু পরীক্ষায় ঠিকেন নাই।
বিএনপি তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন। র্যাব কেন গঠন হয়েছে জানেন? হত্যা,গুম,খুন বেড়ে গিয়েছিল,এজন্য র্যাব গঠন করেছে বিএনপি। সেই বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি র্যাবের হাতে ক্রসফায়ার হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে ইসলামী জেলা শাখার আয়োজিত যুব আন্দোলনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মুফতি সাইদ আহমদ সরকার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এম মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল ওয়াহাব মোল্লা, সহসভাপতি আশরাফ হোসেন ভুঁইয়া, মুফতি কাউছার আহমদ ভূঁইয়া, মাও. মুসা বিন কাসিম, মুফতি ফরিদ উদ্দিনসহ প্রমুখ।