আজকের সকালটা একটু ভিন্ন রকমভাবেই শুরু হয়েছে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে। নেই শিশুদের কলকাকলি। বিধ্বস্ত ভবনজুড়ে শুধুই নিস্তব্ধতা।অনেকটা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের হায়দার আলী ভবন।
তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ব্যবহৃত ভবনটি বিধ্বস্ত হয়ে পড়ায় সেখানে এখন ধ্বংসস্তূপের নিচে অনুসন্ধান ও উদ্ধার কাজ চালাচ্ছে বিমানবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, স্কুলের সামনে স্বজনদের আহাজারি ও সাধারণ মানুষের ভিড় দেখা যাচ্ছে। সকাল ৯টায় শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে বিক্ষোভ ডেকেছে, যার মধ্যে রয়েছে নিহতদের পরিচয় প্রকাশ ও আহতদের সঠিক তালিকা প্রকাশের দাবি।
শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-
১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে
৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে
৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।