বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে মুক্তি পাওয়া দেশাত্মবোধক থ্রিলার ‘সরজমিন’ দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ২৫ জুলাই মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেছেন কায়োজ ইরানি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইব্রাহিম আলী খান, কাজল এবং পৃথ্বীরাজ সুকুমারন।
এই ছবি ইব্রাহিম আলী খানের দ্বিতীয় চলচ্চিত্র, যেখানে তিনি একজন সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করেছেন। তবে তার অভিনয় এবারও দর্শকদের মধ্যে প্রত্যাশা অনুযায়ী প্রভাব ফেলতে পারেনি বলে একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমের পর্যালোচনায় উঠে এসেছে।
একজন দর্শক মন্তব্য করেছেন, “পৃথ্বীরাজ ও কাজলের ভালো অভিনয়। কিন্তু ইব্রাহিমের মুখের প্রতিক্রিয়া ছিল একঘেয়ে এবং আবেগহীন। গল্পে আবেগ ও দেশপ্রেম থাকলেও দুর্বল চিত্রনাট্য দর্শকদের সংযুক্ত করতে ব্যর্থ হয়েছে।”
ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে কাশ্মীরের একটি পরিবারকে কেন্দ্র করে, যেখানে পৃথ্বীরাজ সুকুমারান একজন কঠোর সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। তার স্ত্রী হিসেবে দেখা গেছে কাজলকে। তাঁদের ছেলে হারমান (ইব্রাহিম) পরবর্তীতে সন্ত্রাসীদের সাথে যুক্ত হয়ে পড়ে—যা পরিবারের ভেতর দ্বন্দ্ব তৈরি করে।
সমালোচকরা বলছেন, ছবিটির গল্প ও আবেগপূর্ণ প্রেক্ষাপট সত্ত্বেও দুর্বল চিত্রনাট্য ও পরিচালনা এর সম্ভাবনাকে বাধাগ্রস্ত করেছে। একজন দর্শকের ভাষায়, “সরজমিন একটি গড়পড়তা থ্রিলার, যা আরও তীব্র হতে পারত। কোনো অসাধারণ মুহূর্ত ছিল না।”
তবে কাজল ও পৃথ্বীরাজের অভিনয়ের ব্যাপক প্রশংসা পাওয়া গেছে। একজন দর্শক লিখেছেন, “আমি ভাষা পুরোপুরি না বুঝলেও কাজল ও পৃথ্বীরাজের অভিনয়ে প্রতিটি অনুভূতি টের পেয়েছি। এক কথায় অসাধারণ।”
এছাড়া কিছু দর্শক ছবিটির ‘আন্তরিক প্রচেষ্টা’ এবং পরিচিত প্লটে হলেও দেখার যোগ্যতা আছে বলে মন্তব্য করেছেন।
ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সৌমিল শুক্লা ও অরুণ সিং।