বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বলিউডে অভিনয়ের সুযোগের আশায় এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতের প্রখ্যাত কমেডিয়ান জনি লিভারের কন্যা জ্যামি লিভার। অনলাইন অডিশনের নামে এক প্রতারণামূলক ফাঁদে ফেলার চেষ্টা হয়েছিল তাকে, যেখানে তাকে নগ্ন হওয়ার অনুরোধ জানানো হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতা শেয়ার করেন জ্যামি। তিনি জানান, একটি আন্তর্জাতিক প্রজেক্টে খোলামেলা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। ভিডিও কলের মাধ্যমে পরিচালকের সঙ্গে অডিশনের কথা বলা হলেও, কোনো স্ক্রিপ্ট তাকে সরবরাহ করা হয়নি।
ভিডিও কলে তাকে বলা হয়, “মনে করো তোমার সামনে একজন ৫০ বছর বয়সী পুরুষ বসে আছেন, আর তুমি তাকে প্রলুব্ধ করার চেষ্টা করছো।” এমনকি নগ্ন হওয়ার প্রস্তাবও দেওয়া হয়—যা শুনেই অডিশন বাতিল করে দেন তিনি।
জ্যামি বলেন, “পরিচালক পরিচয়ে যিনি কল করেছিলেন, তিনি একবারও মুখ দেখাননি। বলেছিলেন, তিনি ট্রাভেলে আছেন। আমি বুঝে গিয়েছিলাম এটা একটা ফাঁদ হতে পারে। আমার উচিতই হয়নি ওই লিঙ্কে ঢোকা।”
জনি লিভারের মেয়ে হয়েও বলিউডে শুরুটা ছিল জ্যামির জন্য সহজ না। যদিও সিনেমার পর্দায় তার উপস্থিতি তুলনামূলকভাবে কম, তবে স্ট্যান্ড-আপ কমেডির মঞ্চে নিজের পরিচয় স্পষ্ট করেছেন তিনি।
‘কিস কিসকো পেয়ার কারু’, ‘হাউসফুল ৪’ ও ‘ভূত পুলিশ’—এই জনপ্রিয় সিনেমাগুলোতেও অভিনয় করেছেন জ্যামি লিভার।