নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে জয়ন্ত মন্ডল (৪৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপট গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে তেজেন্দ্র নাথ রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, বিকালে জয়ন্ত রায় নিজের বাড়ির সামনে রাস্তায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা ঘটনাটি নিশ্চিত করেছেন।