বিডিটেলিগ্রাফ ডেস্ক।
রুপালি পর্দার অজানা গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’। ছবিটি পরিচালনা করছেন আলী জুলফিকার জাহেদী, যেখানে একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান।
রুনা জানান, চিত্রনাট্য হাতে পাওয়ার পর চরিত্রটি তার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে। তিনি বলেন, “নায়িকাদের সবাই কেবল পর্দায় দেখেন। কিন্তু তাদেরও ব্যক্তিগত জীবন রয়েছে, যা দর্শকের কাছে অজানা। সেই অন্দরমহলের গল্পই উঠে আসবে এ সিনেমায়।”
নায়িকার চরিত্রে এটি রুনা খানের প্রথম কাজ। এর আগে ২০০৭ সালে নোমান রবিনের একটি টেলিফিল্মে যাত্রাপালার প্রিন্সেস চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ প্রায় ১৮ বছর পর আবারও ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী।
পরিচালক জাহেদী জানিয়েছেন, রুনা খান ইতোমধ্যেই চরিত্রটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।