বিডিটেলিগ্রাফ ডেস্ক।
নিখোঁজ সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদীতে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকাল পৌনে ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।
বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি লেখা পাঠানোর পর সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন। তবে এরপর তিনি আর ফেরেননি। পরিবারের বরাত অনুযায়ী, মালিবাগ ফরচুন মার্কেটের সামনে থেকে তিনি একটি বাইকে উঠেছিলেন। বিষয়টি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
পুলিশ জানিয়েছে, ওই বাইকটি শনাক্ত করতে পারলেই ঘটনার রহস্য উদঘাটনে অগ্রগতি হবে।
এর আগে, বৃহস্পতিবার রাতে বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাতে বলা হয়, অফিসে যাওয়ার সময় তিনি মোবাইল ফোন বাসায় রেখে যান। রাত ৯টার মধ্যে বাসায় না ফেরায় পরিবার আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে, তিনি অফিসেও পৌঁছাননি।