দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে ‘হাত ধোয়ার নায়ক হোন“ এই প্রতিপাদ্যে বিশ্ব হাতধোয়া দিবস ২০২৫ পালন করা করা হয়েছে।
বুধবার বেলা ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দৌলতপুর এর আয়োজনে দিবসটি পালন করা হয়।
বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষ্যে একটি র্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালীতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহমেদ, উপজেলা আইসিটি কর্মকর্তা সোহেল রানা,পাটবীজ কর্মকর্তা কামাল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী খাদিমুল ইসলাম প্রমুখ।
শেষে উপজেলা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনসাধারণকে নিয়ে হাত ধোয়া প্রদর্শণীকরা হয়।