1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোবিপ্রবি প্রশাসনের বর্ষপূর্তিতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিয়ম - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘হ্যানি স্যাচেট’ উন্মোচন করল কৃষি ফুড, উদ্যোক্তাদের জন্য লাইসেন্স প্রক্রিয়া সহজ করার আহ্বান উপাচার্যের যে কোনো সময় আঘাত হানতে পারে ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসা লগি-বৈঠার তাণ্ডবের বিচার বাংলার মাটিতেই হবে – সমাবেশে বক্তারা পরীক্ষায় অটোপাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না-সালাহউদ্দিন আহমদ আর মাত্র ২ দিন পরেই বন্ধ হয়ে যাবে ১০টির বেশি সিম বঙ্গোপসাগরে প্রবল আকার ধারণ করেছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’ যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ বুটেক্স উপাচার্যের রাজনৈতিক প্রচারণা বাঘারপাড়ায় জাকের পার্টি’র জনসভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তিতে শিক্ষা উপবৃত্তি কর্মসূচির সেমিনার

গোবিপ্রবি প্রশাসনের বর্ষপূর্তিতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিয়ম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩১ জন খবরটি পড়েছেন

গোবিপ্রবি প্রতিনিধি।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) প্রশাসনের বর্ষপূতি উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিগত এক বছরে প্রশাসনের নানা কর্মকাণ্ডের তথ্য উপস্থাপন করা হয়।

এ সময় অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা প্রয়োজন। কেননা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জনগণের অর্থে পরিচালিত হয়। যদিও বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত এখানে কোনো জবাবদিহিতা বলতে কিছুই ছিলো না। অনিয়ম আর দুর্নীতির কারণে নানাবিধ সমস্যা এবং বিশৃঙ্খল অবস্থায় প্রতিষ্ঠানটি চলছিলো। বর্তমান প্রশাসন সেখান থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এবং আগামীতে কোনো ধরনের দুর্নীতি হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমরা এক বছরে দেশের মধ্যে একটি ভালো প্রতিষ্ঠান তৈরির চেষ্টা করেছি। অনিয়ম ও দুর্নীতি দূর করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে কাজ করছি।

ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, এই বিশ্ববিদ্যালয়ে সারাদেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছে। তাদের জন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য অনেক বেশি বাজেট প্রয়োজন। আমরা সে বিষয়ে সরকারের সুনজর পেতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করছি।  

অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ২০২৪ সালের ২৮ অক্টোবর পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তিতে সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

এদিকে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট ও সকল দপ্তর প্রধানসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews