মশরহাটী স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নওয়াপাড়া পৌরসভার মশরহার্টী সরদার মিল মাঠে ৮ দলীয় ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে উপশহর স্পোর্টিং ক্লাব তালতলা স্পোর্টিং ক্লাবকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারায়।
খেলা শেষে পুরস্কার বিতরণ কালে উপস্থিত ছিলেন মশরহাটী স্পোর্টিং ক্লাবের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ, নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চল সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক রবিন অধিকারী ব্যাচা ।
এসময় আরও উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক প্রসেনজিৎ দাস সঞ্জিত, আহবায়ক সদস্য শেখ ওলিয়ার রহমান, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউস শেখ, পৌর যুবলীগের আহ্বায়ক হাসান আলী গাজী, যুগ্ন আহবায়ক বিল্লাল আহমেদ বাবু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সদস্য শেখ আব্দুল্লাহ প্রমুখ ।