অভয়নগরের ঐতিহ্যবাহী নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্পে রোগীদের সেবা দেয়া হয়। হত দরিদ্র মানুষদের বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা প্রদান করা হয়।
৯৬ ব্যাচের শিক্ষার্থী মো. আওরঙ্গজেব ও রানার উদ্যোগে খুলনা কমিউনিটি আই হসপিটাল লিমিটেডের সার্বিক সহযোগিতায় চক্ষু শিবিরের কার্যক্রম উদ্বোধন করেন, নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস ও শিক্ষকনেতা এসএম ফারুক আহমেদ।
চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন, ডা. জাসিয়া তাকবীর এশা, মার্কেটিং ম্যানেজার উম্মে জাকিয়া, সহকারী সামিয়া জামান, অপটিমিস্ট বেবী নাজনীন ও আনিশা আক্তার, মার্কেটিং অফিসার তপু রায়হান ও মেহেদী হাসান।
দিনব্যাপী চক্ষু সেবায় ১৫৫জন রোগীকে সেবা দেয়া হয়।