অভয়নগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রয়াত চার নেতার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রয়াত চার নেতারা হলেন -যশোর জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও জেলা বার কাউন্সিলের সাবেক সভাপতি মরহুম ফারাজী শাহাদৎ হোসেন, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মালেক মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মরহুম হাসান আলী মাস্টার ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মরহুম জহিরুল হক জহির।
প্রয়াত নেতাদের স্মরণে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল ।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার প্রমুখ ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ডিএন মসজিদের ইমাম মো. শহিদুল ইসলাম।