অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সানা আবদুল মান্নানের ব্যাপক শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে চলিশিয়া নিজ বাড়ি থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে তার সমর্থরা ইউনিয়ন ঘুরে ঘুরে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেন। দলমত নির্বিশেষে চলিশিয়া গ্রামের বাসিন্দারা তাদের গ্রামের কৃতি সন্তান সানা আবদুল মান্নানকে চেয়ারম্যান হিসেবে দেখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে খন্ড খন্ড মিছিলের ন্যায় শোডাউনের আয়োজন করে।