1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
বেঁচে থেকেও মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থানের বিজয়ীরাই দেশ চালাচ্ছে: তথ্য উপদেষ্টা নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের বিশেষ হটলাইন ভৈরবে মরা গরুর মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড ও জরিমানা বাঘারপাড়ায় ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন বাঘারপাড়ায় আদিবাসি জনগোষ্ঠির সাথে সম্প্রীতি স্থাপনে মতবিনিময় সভা ৮০ বছরের বৃদ্ধা মাকে ছাগলের ঘরে বন্দি, উদ্ধার করলো প্রশাসন বাঘারপাড়ায় ১৫০ কৃষক কে গ্রীষ্মকালীন বীজ ও সার বিতরণ শরণখোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলামের পদত্যাগ যশোরে রাষ্ট্রদ্রোহ মামলা: অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেলেন তারেক রহমান

বেঁচে থেকেও মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৭৯ জন খবরটি পড়েছেন
সংগৃহীত ছবি

সুস্থ শরীরে জীবিত অবস্থায় জীবন কাটালেও তিনি আজ মৃত ! স্বশরীরে উপস্থিত হাযির হয়েও তিনি নিজেকে জীবিত প্রমান করতে পারছেন না।

চরম পরিহাসের সাথে নিজের দূর্ভাগ্য নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান। মৌলভীবাজার জেলার রাজনগর রাজাপুর গ্রামের সন্তান এই বীর মুক্তিযোদ্ধা। দেশের স্বাধীনতার জন্য যে মানুষটা অস্ত্র হাতে জীবনবাজী রেখে যুদ্ধ করেছিলেন। তিনি ১৯৭১ সালে কুলাউড়ার লুহাইউনি চা বাগানে পাক বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে সমরে অংশ নিয়ে হানাদার বাহিনীকে পরাজিত করেন।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের নাম  শহিদ মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি তালিকাভুক্ত করা হয়েছে। অন্যের করা ভূলের খেসারত হিসেবে বেঁচে থেকেও ম্মারা যাওয়ার যন্ত্রনা থেকে মুক্তিপেতে তিনি সরকারের বিভিন্ন দপতরে আবেদন করে স্বশরীরে উপস্থিত হয়ে জীবিত সনদ পাচ্ছেন না।

কেন এই বিপত্তিঃ  খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি জীবিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানকে কে শহীদ হিসেবে তালিকাভূক্ত করায় এই বিপত্তির সৃষ্টি। এর ফলে তিনি জীবিতের তালিকায় নিজের নাম তালিকাভুক্ত করতে পারছেন না। এছাড়া মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় না থাকায় তিনি তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করেন। প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি ২০১৪ সালের ১৪ মে সভায় তার আবেদন যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শেষে তাকে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির সুপারিশ করে।  

অথচ ২০১৪ সালের ১ জুন রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জেলা প্রশাসকের কাছে আব্দুল হান্নানের নাম শহিদ মুক্তিযোদ্ধাদের তালিকায় পাঠানোর কারনে ৩০ জুন জেলা প্রশাসকের কার্যালয় থেকেও শহিদ মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি মৌলভীবাজার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভায় বিষয় টি  জানতে পারেন।

গত ১৮ জানুয়ারি এর সুরাহার জন্য মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত আবেদনের করার  ১১ মাস  অতিবাহিত হলেও আজ পর্যন্ত সমাধান হয়নি।

মৃত থেকে জীবিত হতে  তিনি বিভিন্ন দপ্তর ও কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও কোনো সুফল পাচ্ছেন না বলে জানান এই বিব্রতকর পরিস্থিতির শিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান ।

জানতে চাইলে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, এ বিষয়ে আমি কিছু অবগত নই। তিনি খোঁজ নিয়ে দেখবেন ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews