রোববার যশোরের বাঘারপাড়ায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এদিন সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত, কৃষি কর্মকর্তা রুহুল আমীন,সমাসসেবা কর্মকর্তা এটিএম মাসুদ হোসেন,মৎস্য কর্মকর্তা পলাশ বালা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান,পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
শেষে চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।আলোচনার সভার আগে উএনও তানিয়া আফরোজের নেতৃত্বে একটি র্যালি বাঘারপাড়া বাজার প্রদক্ষিণ করে।