ইলিয়াস হোসাইন//পটুয়াখালীর মির্জাগঞ্জে যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। মির্জগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে ৫০বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের ফলকে পুস্পস্তবক অর্পন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানানো হয়। এরপর উপজেলা পরিষদের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যেমে জাতীয় পতাকা উত্তলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো: আবু বক্কর সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: তানিয়া ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আতহার উদ্দিন আহম্মেদ, উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রায়হান-উজ্জামান, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা হাবিব এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিকবৃন্দ।