শরণখোলা প্রতিনিধি।।
আড়াই বছরের তাহসানকে নিয়ে ভাইয়ের বৌ-ভাতের অনুষ্ঠানে গিয়েছিলেন মা সামছুন্নাহার তানিয়া। বাড়ির সবাই আনন্দ-ফুর্তিতে মেতেছিল অনুষ্ঠান নিয়ে। বিয়ে বাড়ির ব্যস্ততায় খেয়াল ছিল না কোলের শিশুটির কথা।
কোন ফাঁকে পাশের নালায় পড়ে যায় শিশুটি। হৈচৈ পড়ে যায় তাহসানকে না পেয়ে। ২০-২৫ মিনিটের ব্যবধানে তাকে নালা থেকে উদ্ধার করে হাসপাতালে
নিয়ে গেলে কর্তরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। মুহূর্তেই বিয়ে বাড়ির সেই আনন্দ পরিনত হয় শোকে।
মর্মান্তি এই ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল ৪টার দিকে বাগেরহাটের শরণখোলার ধানসাগর ইউনিয়নের দক্ষিণ বাধাল-মালসা গ্রামে।
নিহত তাহসান খোন্তাকাটা ইউনিয়নের জানেরপাড় গ্রামের আবু হানিফ সাজ্জালের ছেলে। ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে আসে বিয়ে বাড়িতে।
শিশুটির চাচা স্কুল শিক্ষক মো. ইলিয়াস হোসেন জানান, তাহসানের মামা সগির হোসেন হাওলাদারের বৌভাতের অনুষ্ঠান নিয়ে সবাই ব্যস্ত ছিলেন। অনুষ্ঠানের কোনো এক ফাঁকে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের নালায় পড়ে যায়। সবাই খোঁজাখুঁজির পর নালা থেকে উদ্ধার করে তাহসানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, শিশু মৃত্যুর বিষয়টি খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।