এ আর রাকিবুল হাসান,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।
কুড়িগ্রামের চিলমারীতে চিলমারী মডেল থানা পুলিশের অভিযানে পাঁচ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।
চিলমারী মডেল থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এসআই আব্দুর রহিম, এএসআই জিল্লুর রহমান, এএসআই রতন কুমার সংগীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে রমনা ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার এলাকা হতে জুয়া খেলা অবস্থায় নগদ অর্থ ও দুই সেট তাস সহ ৫ জন জুয়ারীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলা রমনা ইউনিয়নের সরকারপাড়া এলাকার মৃত-মজিবর রহমানের ছেলে মোঃ মিজু মিয়া (৩৯), খরখরিয়া এলাকার মোঃ আঃ রশিদ ছেলস মোঃ নুরুজ্জামান (২৬), শরীফেরহাট এলাকার মৃত-আকবর আলী ছেলে মোঃ রাশেদুল ইসলাম (৪৭), পশ্চিম খরখরিয়া এলাকার মোঃ শাহজামালের ছেলে মোঃ ফিরোজ (৩৭), উত্তর খরখরিয়া এলাকার মৃত-খমির শেখের ছেলে হামিদুল ইসলাম(৫০)।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম আটকের সতত্যা নিশ্চিত করে বলেন আজ দুপুরে আটককৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।